"ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নেই" ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নেই i) লেখকের আসল নাম লেখো। ক্যানভাসার কাদের বলে। ii) ভৈরব কে? সে কী কাজ করে? iii) ভৈরব কার সঙ্গে, কী ব্যবহার করেছিল? সেটি 'আশ্চর্যজনক' ছিল কেন? iv) তার আশ্চর্য ব্যবহারের পর কোন ঘটনা ঘটল? Answer : i) লেখকের আসল নাম লেখো। ক্যানভাসার কাদের বলে : উদ্ধৃত অংশটি প্রখ্যাত গল্প লেখক বনফুলের লেখা ক্যানভাসার গল্প থেকে নেওয়া হয়েছে। লেখক বনফুল-এর আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। 'ক্যানভাসার' বলে তাদের, যারা বাড়ি বাড়ি ঘুরে জিনিসপত্র বিক্রি করে। চলতি বাংলায় তাদের বলা হয় ফেরিওয়ালা। ii) ভৈরব কে? সে কী কাজ করে? 'ক্যানভাসার' গল্পের প্রধান চরিত্র ভৈরব কোন এক পল্লীগ্রামের একজন সাধারণ গৃহস্থ মানুষ। স্ত্রী কাত্যায়নীর সঙ্গে তার নিত্য অন্তর্বিপ্লব ঘটে। ভৈরব একজন বেকার যুবক। স্ত্রী কাত্যায়নীর কথায়, 'যার হাই তুলতে চোয়ালে খিল ধরে'। iii) ভৈরব কার সঙ্গে, কী ব্যবহার করেছিল? সেটি 'আশ্চর্যজনক' ছিল কেন? ভৈরব তার গ্রামে দাঁতের মাজন সহ নানান শৌখিন জিনিস বেচতে আসা ক্যানভাসার হীরালালের সঙ্গে দুর্ব্যব...
Bengali Questions and Answers for ICSE and CBSE