Bengali Question Paper of ICSE Syllabus - 2018
Section B ( 40 marks)
Questions questions from only to of the following textbook are to be answered.
Attempt 4 questions from this section.
You must answer at least one question from each of the two books, you have study it and any two other questions from the same books that you have chosen.
সংকলিতা - ছোটগল্প
Sonkolita - Short Stories.
Question 5 :
Read the extra given below and answer in Bengali the questions that follow
নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো।
“কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙ্গে গেল।”
লালু - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Laloo Sharat Chandra Chattopadhyay
- i) এখানে কার কথা বলা হচ্ছে?
- ii) তিনি কোথায় রাত্রি বাস করছেন?
- iii) গভীর রাতে তার ঘুম ভেঙে গেল কেন?
- iv) তখন তিনি কি কি করলেন?
Question 6 :
Read the extra given below and answer in Bengali the questions that follow
নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো।
কথাটা হর্ষনাথ উড়িয়ে দেবার চেষ্টা করে -
অসহযোগী - মানিক বন্দোপাধ্যায়
Asohojogee - Manik Bandyopadhyay
- i) হর্ষনাথ কে?
- ii) কার, কোন কথা সে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে?
- iii) কেন রুয়ে দেওয়ার চেষ্টা করে?
- iv) এ ব্যাপারে উদ্দিষ্ট ব্যক্তি হর্ষনাথকে আর কী বলেছিল?
Question 7 :
Read the extra given below and answer in Bengali the questions that follow
নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো।
নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব
নীল মানুষের কাহিনি - সুনীল গঙ্গোপাধ্যায়
Neel Manusher Kahini - Sunil Gangopadhyay
- i) নিশানপুর দৈত্যটির দেখতে কেমন ছিল?
- ii) কীভাবে তার আবির্ভাব হয়?
- iii) লোকে তাকে নিয়ে কী কী গুজব ছড়াচ্ছিল?
- iv) সে কীভাবে দৈত্য হয়ে গিয়েছিল?
সংকলিতা - কবিতা
Sonkolita - Poems
Question 8 :
Read the extra given below and answer in Bengali the questions that follow
নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো।
যে দধীচিদের হাড় দিয়ে ঐ বাষ্প শকট চলে
কুলি মজুর - নজরুল ইসলাম
Kuli Mojur - Kazi Nazrul Islam
- i) কবি কে? কোন কবিতার অংশ?
- ii) দধীচি কে? তার হাড় কী কাজে লেগেছিল?
- iii) এখানে কাদের দধীচি বলা হচ্ছে? তারা কী কাজ করছে?
- iv) বাবু সাব করা? তাদের উদ্দেশ্যে কবির বক্তব্য কী?
Question 9 :
Read the extra given below and answer in Bengali the questions that follow
নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো।
তোমার স্মরণ করি আজ এই দুর্দিনে
রবীন্দ্রনাথের প্রতি - বুদ্ধদেব বসু।
Rabindranather Prati - Buddhyadeb Basu
- i) বক্তা কে? তিনি কাকে হে ‘বন্ধু, হে প্রিয়তম’ বলে সম্বোধন করেছেন?
- ii) কবিতায় ‘দারুন দুর্দিন’ বলে কোন্ সময়ের কথা বোঝাচ্ছে?
- iii) কবি কেন প্রিয়তম বন্ধুকে স্মরণ করছেন?
- iv) কবি এই দুঃসময় থেকে মুক্তির জন্য কী উপায় ভেবেছেন?
Question 10 :
Read the extra given below and answer in Bengali the questions that follow
নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো।
অমলকান্তি সে-সব কিছু হতে চায়নি।
অমলকান্তি - নীরেন্দ্রনাথ চক্রবর্তী
Amalkanti - Nirendranath Chakraborti
- i) অমলকান্তি কে?
- ii) ‘সে-সব কিছু’ বলতে কী বোঝানো হয়েছে?
- iii) সে কীধরনের রৌদ্দুর হতে চেয়েছিল?
- iv) সত্যিই কি তার ইচ্ছা পূরণ হয়েছিল?
Comments
Post a Comment