"তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল"
তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল |
(i) লেখকের অন্য একটি গল্পের নাম লেখো। তিনি কীসের কারণে বিশ্বে খ্যাতিলাভ করেছিলেন। [2]
(ii) 'তাহার' বলতে এখানে কার কথা বলা হয়েছে। [2]
(iii) কে, কীভাবে তার দিনটি মাটি করেছিল। [3]
(iv) এর পরবর্তী অবস্থাটি বর্ণনা করো। [3]
(i) অন্য একটি গল্পের নাম :
উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরেরগিন্নি ছোটগল্প থেকে নেওয়া হয়েছে। লেখকের অন্যান্য অনেক গল্পের মধ্যে একটি গল্পের নাম হল 'নষ্টনীড়'।
তিনি 'গীতাঞ্চলী' কাব্যগ্রন্থ রচনা করে ১৯১৩ খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পান এবং বিশ্বে খ্যাতিলাভ করেন।
(ii) 'তাহার' বলতে এখানে কার কথা বলা হয়েছে?
'তাহার' বলতে এখানে 'গিন্নি' গল্পে বর্ণিত একটি বিদ্যালয়ের আশু নামের একটি অতি শান্ত ছাত্রের কথা বলা হয়েছে। সে স্বভাবে লাজুক, মেধাবী এবং সকলের কাছে তার ভালোমানুষ হিসাবে পরিচিত ছিল।
(iii) কে, কীভাবে তার দিনটি মাটি করেছিল?
আশুর দিনটি মাটি করেছিল তারই ছোটো বোন। তার বোনের অন্য কোনো সমবয়স্ক সঙ্গী না-থাকায় আশুই ছিল তার খেলার একমাত্র সাথী। আলোচ্চ্য ছুটির দিনে বৃষ্টি হওয়ায় আশু ও তার বোন তাদের গাড়ি বারান্দায় বসে পুতুলের বিয়ে-বিয়ে খেলা করছিল। আশুর বোনের মনে হল পুতুলের বিয়ে দেওয়ার জন্য একজন পুরোহিত দরকার। বৃষ্টিতে পথেঘাটে কেউ নেই। এদিকে বিদ্যালয়ের শিবনাথ পণ্ডিত সেই সময়ে আধভেজা অবস্থায় তাদের গাড়ি বারান্দায় এসে আশ্রয় নেন। তাঁকে দেখতে পেয়ে আশুর বোন ছুটে গিয়ে তাঁকেই বিয়েতে পৌরোহিত্য করবার প্রস্তাব দেয়। আশু পিছন ফিরে শিবনাথ পণ্ডিতকে দেখতে পায় এবং খেলা ফেলে ঘরের মধ্যে ঢুকে পড়ে। খেলা সেখানেই শেষ। এভাবে তার ছুটির দিনটি মাটি হয়ে গেল।
(iv) এর পরবর্তী অবস্থাটি বর্ণনা করো :
এই ঘটনার পর আশুর অবস্থা বড়ই বেদনাদায়ক হয়ে উঠেছিল। কারণ, পরের দিন শিবনাথ পন্ডিত শ্রেণিকক্ষে শুষ্ক উপহাসের সঙ্গে সর্বসমক্ষে আশু ও তার বোনের পুতুল খেলার কথা সবিস্তারে বর্ণনা করেন। সেখানে তিনি আশুর নাম দেন 'গিন্নি'। প্রথমে আশু তার স্বভাবসিদ্ধ লজ্জামিশ্রিত হাসি দিয়ে বিষয়টিকে উপেক্ষা করতে চেয়েছিল। কিন্তু পণ্ডিতমশাই শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে গেলেই ছেলেরা তাকে 'গিন্নি' বলে চিৎকার করতে থাকে। এতে লজ্জায় আশুর মুখ, কান, লাল হয়ে যায়, কপালের শিরা ফুলে ওঠে এবং সে কান্নায় ভেঙে পড়ে। তার মনে হয়েছিল এমন লজ্জাজনক দিনটি সে জীবনে ভুলতে পারবে না।
---------xx---------
Comments
Post a Comment