Bengali Question Paper of ICSE Syllabus - 2023
Bengali
|
Bengali Question Paper of ICSE Syllabus - 2024 |
Second Language
Maximum Marks : 80 Time Allowed : 3 Hours
--------------------------------------------
Answers to this paper must be written on the paper provided separately.
You will not be allowed to write during the first 15 minutes.
This time is to be spent in reading the question paper.
The time given at the head of this paper is the time allowed for writing the answers.
----------------------------------------------
This paper comprises of two section : section A and section B
Attempt all the questions from the section A
Questions from section b, answering at least one question is from two books you have studied and any two other questions from the symbols you have compulsorily chosen.
The intended marks for questions or parts of questions are given in brackets [ ].
----------------------------------------------------
Section A (40 Marks)
Attempt all questions from this section.
Question 1
Write a short composition in Bengali of approximately 250 words on any one of the following topics :-
নিচের বিষয়গুলি থেকে যেকোনো একটি বিষয় নিয়ে আনুমানিক ২৫০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো।
(i) একটি পুরাতন ভাঙা ছাতার আত্মকথা।
(ii) 'সত্যিকারের বন্ধুত্ব প্রতিযোগিতার নয়, সহযোগিতার।
(iii) ভ্রমণের আনন্দ, আনন্দের ভ্রমণ।
(iv) 'ইচ্ছে থাকলে উপায় হয়' এই প্রবাদ বাক্যটি অবলম্বনে একটি গল্প রচনা কর।
(v) নিচের ছবিটির বর্ণনা দাও এবং ছবিটি তোমার মনে কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তা বুঝিয়ে লেখ।
Question 2
write a letter in Bengali in approximately 120 words on any one of the topics given below.
নিম্নলিখিত বিষয় দুটির মধ্য থেকে যে কোন একটি বিষয় অবলম্বনে আনুমানিক ১২০ শব্দের মধ্যে একটি পত্র লেখ।
(i) তোমার অঞ্চলের শিশু উদ্যানটি সংস্কারের আবেদন জানিয়ে স্থানীয় পুরো পিতা কে একটি চিঠি লেখ।
অথবা,
(ii) বড় হয়ে তুমি এমন কাজ করতে চাও, যাতে মানুষের কল্যাণ হবে। এই বিষয়ে তোমার মতামত ও লক্ষ্য জানিয়ে তোমার মামাকে একটি চিঠি লেখ।
Question 3
Read the passage given below and answer in Bengali the questions that follow, using your own words as possible.নিচের অংশটি ভালো করে পড়ে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ।
অবনীন্দ্রনাথ যখন খুব ছোট, বাড়ির অন্যান্য ছোট ছেলেদের সঙ্গে তাকেও নরমাল স্কুলে ভর্তি করে দেয়া হয়েছিল। স্কুলে যেতে ছেলের ভারী আপত্তি, রোজ সকালে কান্নাকাটি মাটিতে গড়াগড়ি এবং অবশেষে চাকরদের দ্বারা চ্যাংদোলা করে অফিস যান গাড়িতে তোলা, গাড়ির দরজা টেনে স্কুল যাত্রা। তারপর অকস্মাৎ মুক্তি লাভ।
ইংরেজি ক্লাসে মাস্টার উচ্চারণ শেখান পাডিং, ছেলে বলে পুডিং, ও আমরা রোজ খাই - মাস্টার ও ছাড়েন না, ছেলেও মানে না। ছেলের শক্তি কম, অতএব বেত্রাঘাতে এ পালার সমাপ।্তি পরদিনই অবনীন্দ্রনাথের বাবা ছেলেকে স্কুল ছাড়িয়ে বাড়িতে যদু ঘোষাল মাস্টারমশাই এর কাছে পড়ার ব্যবস্থা করে দিলেন। সকালে পড়াশুনো, কিন্তু দীর্ঘ বেকার দুপুর আর কাটতে চায় না।
অন্দরমহলে ঢুকতে গেলে তাড়া খেয়ে ফিরে আসতে হয়। বাবার পোষা গোলাপি কাকাতুয়ার সামনে দাঁড়ালে সে ঝুটি তুলে পালক ফুলিয়ে ঠকাতে আসে। পোষা কুকুর কামিনী ও দেখলেই সরে পড়ে। ছোট্ট একজোড়া পোষা বাঁদর, শখের হরিণ, কিন্তু কারো কাছে এগুবার জো নেই। শেষ অবধি ছেলেটা একলা থাকা ধরল। বুড়ো বয়সে অবনীন্দ্রনাথ লিখেছেন, তবে একলা থাকার গুণ আছে একটা। দেখতে শুনতে শেখা যায়। ওই কমনই করে একলা থাকতে থাকতেই চোখ আমার দেখতে শিখলো, কান শব্দ ধরতে লাগলো। --মানুষ পশু পাখি সঙ্গী পেলাম না কাউকেই। ওই অত বড় বাড়িটাই তখন আমার সঙ্গী হয়ে উঠল। নতুন রূপ নিয়ে আমার কাছে দেখা দিল। এখানে ওখানে উঁকিঝুঁকি দিয়ে তখন বাড়িটার সঙ্গে আমার পরিচয় হল। জোড়াসাঁকোর বাড়িকে যে কত ভালবেসেছি। বলি যে ও-বাড়ির ইট-কাঠগুলোও আমার সঙ্গে কথা কয়।
প্রশ্ন :
i) অবনীন্দ্রনাথ ঠাকুরের ইস্কুল যাত্রার বর্ণনা দাও।
ii) ইংরেজি ক্লাসের পালা কিভাবে সমাপ্ত হলো?
iii) অবনীন্দ্রনাথের গৃহ শিক্ষকের নাম কী? তিনি কখন পড়াতেন?
iv) 'শেষ অবধি ছেলেটা একলা থাকা ধরল' - কেন?
v) 'একলা থাকার গুণ আছে একটা' - গুণটা কী ?
Question 4
ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন (Grammatical) Question) :
সঠিক উত্তরটি বেছে নাও (Write the correct option)
i) সঠিক বানান কোনটি?
a) দুর্বিসহ b) দুর্বিশহ
c) দুর্বিষহ d) দূর্বিষহ
ii) সন্ধ্যাবেলা শ্মশানের কাছে যেতেই গা টা -----------------করে উঠলো। শূন্যস্থানে উপযুক্ত ধ্বন্যাত্মক শব্দ বসাও।
a) ছন্-ছন্ b) ছম্-ছম্
c) ছল্-ছল্ d) টন্-টন্
iii) লোকটির পক্ষ লইয়া আমি দু চার কথা বলিতে যাইতেছিলাম। -- 'যাইছিলাম'-এর চরিত্র হবে...
a) যাচ্ছিল b)যাচ্ছিলেন
c) যাচ্ছিলাম d) যাছিলাম
iv) নরসের মত ছেলের সঙ্গে মেলামেশা করলে দুদিনে গোল্লায় যাবে। শূন্যস্থানে উপযুক্ত বাগধারা বসাও।
a) ইঁচড়ে পাকা b) এক চোখা
c ) জড় ভরত d) মাটির মানুষ।
v) কোন্ বাক্যে 'কান' শব্দটি 'গ্রাহ্য করা' অর্থে ব্যবহৃত হয়েছে?
a) ঠান্ডা লেগে আজ সকাল থেকে বিনুর কান ব্যথা করছে।
b) সবার সব কথায় কান না দেওয়াই ভালো।
c) ছাত্রদের দুষ্টুমির কথা শেষ পর্যন্ত হেডমাস্টার মশাইয়ের কানে গেল।
d) বিপিন বাবুর মত কান পাতলা লোক খুব কমই দেখা যায়।
vi ) বইটি আমি পড়িনি। --- এটি কর্মবাচ্যে হবে :
a) আমি বইটা পড়িনি।
b) বইটা আমার পড়া হয়নি।
c) আমি বইটা পড়ব।
d) বইটা আমার করা হবে।
vii) যিনি প্রবাসে থাকেন ---------তাকে বলা হয়
a) বিদেশী b) স্বদেশী
c) প্রবাসী d) নিবাসী
viii) 'গান এবং ফুল সবাই ভালোবাসে' ---- প্রশ্নবোধক বাক্যে হবে :
a) গান এবং ফুল কি সবাই ভালোবাসে?
b) কেউ কি গান এবং ফুল ভালোবাসে?
c) গান এবং ফুল সবাই ভালোবাসে কি?
d) গান এবং ফুল কে না ভালোবাসে?
Section B (40 Marks)
Questions questions from only to of the following textbook are to be answered.
Attempt 4 questions from this section.
You must answer at least one question from each of the two books, you have study it and any two other questions from the same books that you have chosen.
সংকলিতা - ছোটগল্প
Sonkolita - Short Stories.
Question 5
Read the extra given below and answer in Bengali the questions that follow
নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো।
"তুমি আমার মা, আমার জীবন দাত্রী। আশীর্বাদ করি চির সুখী হও মা।"
বামা -- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Baama - Bibhutibhushan Bandyopadhyay
i) কে কাকে কথা বলেছেন?
ii) কোন পরিস্থিতিতে তাদের দেখা হয়?
iii) উদ্দিষ্ট ব্যক্তিকে বক্তা 'জীবনদাত্রী' বলেছেন কেন?
iv)বৃদ্ধ বয়সেও তার কথা মনে পড়লে বক্তার মনে কোন অনুভূতি জেগে ওঠে?
Question 6
Read the extra given below and answer in Bengali the questions that follow
নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো।
'আমি বললাম -- উঁহু। ব্রণ নয়, নিতান্তই মা-র অনুগ্রহ।"
দেবতার জন্ম -- শিবরাম চক্রবর্তী
Debotar Jonmo -- Shibram Chakraborty
i) আমি কে? কাকে কথাটি বলেছেন?
ii) মার অনুগ্রহ বলতে কী বোঝো?
iii) মার অনুগ্রহ আটকাতে বক্তা কি কি উপাচার গ্রহণ করেছিলেন?
iv) মুখের ফুসকুড়ি ব্রণও নয় এই সন্দেহে বক্তা শেষ অবধি কি করলেন?
Question 7
Read the extra given below and answer in Bengali the questions that follow
নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো।
"সন্ধ্যার আগে ফিরবার ট্রেন নাই। যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর দিকটা একবার ঘুরিয়া দেখিতেছে।"
ক্যানভাসার -- বনফুল
Canvasser -- Banaphool
i) 'বেচারা' কে?
ii) সে কিসের 'বিজনেস' করত?
iii) সে কোথায় এসে উপস্থিত হয়েছিল? কেন?
iv) উক্ত ব্যক্তিটির সাথে সেখানে কার দেখা হয়েছিল? পরবর্তীকালে তার সাথে সেই ব্যক্তিটির কোন্ অপ্রীতিকর ঘটনা ঘটেছিল?
সংকলিতা - কবিতা
Sonkolita - Poems
Question 8 :
Read the extra given below and answer in Bengali the questions that follow
নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো।
"পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব"--
সভ্যতার প্রতি -- রবীন্দ্রনাথ ঠাকুর
Sabhyotar Prati -- Rabindranath Thakur.
i) 'পাষাণ পিঞ্জর' বলতে কবি কী বুঝিয়েছেন?
ii) কাদের উদ্দেশ্যে কবির এই উক্তি বলে তোমার মনে হয়?
iii) 'পাষাণ পিঞ্জরে' নিরাপদ রাজভোগ কবির কাম্য নয় কেন?
iv) তার পরিবর্তে তিনি কেমন জীবনের প্রত্যাশা রাখেন?
Question 9 :
Read the extra given below and answer in Bengali the questions that follow
নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো।
"বেতন দিয়াছ? -- চুপ রও যত মিথ্যাবাদীর দল;
কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল!"
কুলি মজুর -- কাজী নজরুল ইসলাম
Kuli Majur -- Kazi Nazrul Islam.
i) বক্তাকে? 'পাই' ও 'ক্রোর' বলতে কী বোঝো?
ii) 'বেতন' কথার অর্থ কি? এখানে কাদের বেতন দেওয়ার কথা বলা হয়েছে?
iii) 'মিথ্যাবাদীর দল' কাদের, কেন বলা হয়েছে?
iv) আলোচ্য কবিতায় কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে?
Question 10 :
Read the extra given below and answer in Bengali the questions that follow
নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো।
"তোমরা আমাদের মাড়িয়ে
প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও।"
সিঁড়ি -- সুকান্ত ভট্টাচার্য।
Siri -- Sukanta Bhattacharya
i) 'তোমরা' কারা?
ii) 'আমাদের' বলতে কাদের বলা হয়েছে?
iii) 'মাড়িয়ে যাও' বলতে কী বোঝানো হয়েছে?
iv) 'অনেক উঁচুতে উঠে যাও' বলতে কবি কী বুঝিয়েছেন?
চাঁদের পাহাড়- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
CHANDER PAHAR - BIBHUTIBHUSHAN BANDYOPADHYAY
Question 11
Read the extract given below and answer in Bengali the questions that follow:-
নীচের অংশটি পড়ে প্রশ্নের উত্তর দাও :-
"হঠাৎ তার মনে হল সামনের একটা ছাতার মতো গোল খড়ের নিচু চালের ওপর একটা কী যেন নড়চে। পরক্ষণেই সে ভয়ে ও বিস্ময়ে কাঠ হয়ে গেল।"
(1) কার মনে হল? যেটা নড়ছিল সেটা আসলে কী?
(ii) কোথায় সে এইরকম ঘটনার সম্মুখীন হয়?
(iii) সে ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে গেল কেন?
(iv) তারপর সে কী করল?
Question 12
Read the extract given below and answer in Bengali the questions that follow:-
নীচের অংশটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
"ইনি তাঁর ডায়েরির মধ্যে রোডেসিয়ার ওই অজ্ঞাত জানোয়ার দূর থেকে দেখেচেন বলে উল্লেখ করে গিয়েছেন।"
(1) 'ইনি' কে? তার পরিচয় দাও।
(ii) 'অজ্ঞাত জানোয়ার' বলতে কোন জানোয়ারের কথা বলা হয়েছে? জুলু ভাষায় তার নাম কী?
(iii) ওনার ডায়েরিতে কী লেখা ছিল?
(iv) জুলুদের মতানুযায়ী ওই অজ্ঞাত জানোয়ারটির আকৃতি ও প্রকৃতি বর্ণনা কর।
Question 13
Read the extract given below and answer in Bengali the questions that follow:-
নীচের অংশটি পড়ে প্রশ্নের উত্তর দাও :-
"স্বদেশে ফিরে যাওয়ার এই আনন্দের মুহূর্তে তোমার কথাই আজ মনে হচ্ছে।"
(i) বক্তার স্বদেশ কোথায়? সে কোথা থেকে স্বদেশে ফিরছে?
(ii). 'তোমার' বলতে কাকে বোঝানো হয়েছে।
(iii) বক্তার কেন তাকে আনন্দের মূহূর্তে মনে পড়েছে?
(iv) এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়?
জাম্বো মোহিত চট্টোপাধ্যায়
JAMBO-MOHIT CHATTOPADHYAY
Question 14
Read the extract given below and answer in Bengali the questions that follow:-
নীচের অংশটি পড়ে প্রশ্নের উত্তর দাও :-
"আঃ, ক্যা চক্কাস পিকচার। ওই পিকচার থেকে আইডিয়া এসে গেল।"
(i) বক্তা কে? কাকে বলছে?
(ii) এখানে কোন পিকচারের কথা বলা হয়েছে? এখানে পিকচার বলতে কী বোঝানো হয়েছে?
(iii) পিকচার থেকে কোন আইডিয়া পাওয়া গিয়েছিল?
(iv) আইডিয়া শেষ পর্যন্ত কাজে লেগেছিল কি?
Question 15
Read the extract given below and answer in Bengali the questions that follow:-
নীচের অংশটি পড়ে প্রশ্নের উত্তর দাও
"একবার এসে দেখ তো মাথার এখানটায় ফেটে গেছে কি না?"
(1) কে কাকে কথাটি বলেছে?
(ii) বক্তার মাথায় কী হয়েছিল?
(iii) তার মাথার এই অবস্থার জন্য দায়ী কে? কেন সে এরকম কাজ করেছিল?
(iv) কীভাবে সে বক্তার উপর বদলা নেয়। বক্তা কেন তাকে কোনরকম শান্তি দিতে পারে না?
Question 16
Read the extract given below and answer in Bengali the questions that follow:-
নীচের অংশটি পড়ে প্রশ্নের উত্তর দাও-
"আপনি কি পুলিশ নিয়ে আমাদের সঙ্গে রসিকতা জুড়েছেন?"
(i) বক্তা কে? পরিচয় দাও।
(ii) বক্তা কাকে একথা বলেছে? তার পরিচয় দাও।
(iii) কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে?
(iv) উদ্দিষ্ট বাক্তির কোন কাজকে বক্তার রসিকতা বলে মনে হয়েছে?
-------xx--------
Comments
Post a Comment