Skip to main content

নীল মানুষের কাহিনি প্রশ্ন ও উত্তর

 নীল মানুষের কাহিনি প্রশ্ন ও উত্তর

গল্পটি পড়ো

১) “এদিকে পাপুর একা একা যাওয়া নিষেধ

  1. উদ্ধৃত অংশটি কার লেখা কোন্ গল্প থেকে নেওয়া হয়েছে? 
  2. পাপু কে?
  3. পাপুর কোন দিকে যাওয়া নিষেধ ছিল এবং কেন?
  4. বাবু সেদিকে গিয়েছিল কেন?
  5. সেদিকে যাওয়ার পর কি ঘটেছিল সংক্ষেপে লেখো।

২) “পাপু প্রথমে ভেবেছিল ---”

  1. পাপু কার সম্পর্কে কী ভেবেছিল?
  2. তার এমন ভাবার কারণ কী?
  3. তার ভাবনাটা কী সঠিক ছিল?
  4. শেষমেষ সে কী ভেবেছিল? 
  5. তার এই ভাবনার পরিণতি কী হয়েছিল?

৩) “তাতে পাপু আরো ভয় পেয়ে গেল।”

  1. পাপু কে?
  2. পাপু কি কারণে ভয় পেয়ে গেল?
  3. পাপু যাকে দেখে ভয় পেয়েছিল তার পরিচয় দাও। 

৪) “চিত্রা হেসে ফেলল।”

  1. চিত্রা কে?
  2. সে কার কথা শুনে হেসে ফেলল? 
  3. সে হেসেছিল কেন? 
  4. এরপর কী ঘটেছিল সংক্ষেপে লেখো।

৫) “সে পর্যন্ত আর যাবার সাহস হলো না কারুর।”

  1. ‘সে পর্যন্ত’ বলতে কোন্ জায়গার কথা বোঝানো হয়েছে? 
  2. সে জায়গায় কি ঘটেছিল? 
  3. সেখানে কারুর যাওয়ার সাহস হলো না কেন? 

৬) “নিশান পুর গ্রামে দারুণ একটা উত্তেজনা পড়ে গেল।”

  1. নিশানপুর গ্রামের পরিচয় দাও। 
  2. নিশানপুর গ্রামে দারুণ উত্তেজনা পড়ে গেল কেন?
  3. উত্তেজনাপূর্ণ ঘটনাটির বিবরণ দাও। 

৭) “ও যে কথা বলতে পারে!”

  1. ‘ও’ কে?
  2. তার কথা বলা নিয়ে মানুষের সন্দেহ হয়েছিল কেন? 
  3. তার পরিচয় দাও। 

৮) “ওর নাম রণজয়!”

  1. রণজয় কে? 
  2. তার সঙ্গে চিত্রার সম্পর্ক কেমন ছিল? 
  3. এই গল্প অবলম্বনে রণজয়ের চরিত্র বিশ্লেষণ করো।

৯) “সেই ছেলেটা হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছে।”

  1. সেই ছেলেটার পরিচয় দাও। 
  2. সে নিরুদ্দেশ হয়ে গেল কেন? 
  3. নিরুদ্দেশ হওয়ার পরিণতি কী হয়েছিল? 
  4. সেকি নিরুদ্দেশ হয়ে থাকতে চেয়েছিল?

১০) “আমি সবচেয়ে আগে দেখেছি।”

  1. ‘আমি’ কে?
  2. সে কাকে দেখেছে? 
  3. যাকে দেখেছে তার সম্পর্কে তার কি ধারণা হয়েছিল? 
  4. তার ধারণাকে সঠিক ছিল?

১১) “নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব!”

  1. কার লেখা কোন গল্পে নিশানপুর গ্রামের উল্লেখ আছে? 
  2. সেখানে কিভাবে দৈত্যের আবির্ভাব হয়েছিল? 
  3. এই দৈত্য সম্পর্কে গ্রামবাসীদের মনোভাব কি ছিল? 
  4. দৈত্যটির আসল পরিচয় কি? 

১২) “দৈত্যটির নাম কিন্তু সত্যিই রণজয়।”

  1. রণজয় কে? 
  2. সে কীভাবে দৈত্য হিসাবে পরিচিতি পায়?
  3. এই পরিচিতি কীভাবে তার জীবনে বিপর্যয় ডেক এনেছিল?
  4. দৈত্যাকার রণজয়ের চেহারার বিবরণ দাও। 
  5. নীল মানুষের গল্প অবলম্বনে রণজয়ের চরিত্র বিশ্লেষণ করো।

১৩) “কিছু দিন আগেও সে মানুষ ছিল।”

  1. সে কে? 
  2. পরে সে কী হয়েছিল?
  3. কীভাবে তার এই পরিণতি হয়েছিল?
  4. এই পরিচয় থেকে বের হওয়ার জন্য সে কী কী করেছিল?
  5. তার শেষ পরিনতি কি হয়েছিল ‘নীল মানুষের কাহিনি’ অবলম্বনে লেখো।

১৪) “ওরা জলকে ভয় পায়।”

  1. ‘ওরা’ কারা?
  2. ওদের সঙ্গে কার কীভাবে পরিচয় হয়? 
  3. এই পরিচয় এর পরিণতি কী হয়েছিল?
  4. ওদের সঙ্গে এই পরিচয় তার জীবনের উপর কী প্রভাব ফেলেছিল?

১৫) “রণজয় টুপ করে নেমে গেল জলের মধ্যে।”

  1. রণজয় কে?
  2. সে টুপ করে জলে নেমে গেল কেন?
  3. জল থেকে সে কোন দৃশ্য দেখেছিল? 
  4. এই দৃশ্য দেখে রণজয়ের কি প্রতিক্রিয়া হয়েছিল কাহিনী অবলম্বনে লেখো।

১৬) “আমাদের সঙ্গে এস!"

  1. কারা কাকে উদ্দেশ্য করে এই আহ্বান করেছিল? 
  2. যাকে উদ্দেশ্য করে এই কথা, তার প্রতিক্রিয়া কী ছিল?
  3. তার প্রতিক্রিয়া এমন হয়েছিল কেন?
  4. তাদের শায়েস্তা করার কি উপায় সে ভেবেছিল?

১৭) “ওদের কাছে নানা রকম অদ্ভুত যন্ত্রপাতি আছে।”

  1. ‘ওরা’ কারা? 
  2. ‘ওরা’ কোথা থেকে কীভাবে এসেছিল?
  3. ‘ওরা’ কার কাছে কী উদ্দেশ্য নিয়ে এসেছিল?
  4. ওদের হাতে থাকা একটি অদ্ভুত যন্ত্রপাতির নাম লেখো।

১৮) “ওরা যেন কুকুরের মতন গন্ধ শুঁকতে পারে।”

  1. ওরা কারা? 
  2. ‘নীল মানুষের কাহিনি’ অবলম্বনে ওদের পরিচয় দাও।
  3. তারা কুকুরের মতন গন্ধ শুঁকতে শুঁকতে কোথায় এসে পৌঁছেছিল? 
  4. তাদের এখানে আসার উদ্দেশ্য কি ছিল? 
  5. কে কীভাবে তাদের এই উদ্দেশ্য বানচাল করে দিয়েছিল? 

১৯) “এখানে তুমি বাঁচতে পারবে না।”

  1. কে কাকে উদ্দেশ্য করে এই সাবধান বাণী শুনিয়েছিল?
  2. তারা কেন এমন পরামর্শ দিয়েছিল? 
  3. তাদের এই পরামর্শ কতটা সত্য ছিল ‘নীল মানুষের কাহিনি’ অবলম্বনে লেখো।
  4. যাকে উদ্দেশ্য করে এই সাবধান বাণী শোনানো হয়েছিল তার শেষ পরিণতি কী হয়েছিল?

২০) “কিন্তু তাকে তো কেউ ভিক্ষে দেবে না।”

  1. তাকে বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে? 
  2. সে কেন ভিক্ষা করতে চাইছে? 
  3. কেনই বা তাকে কেউ ভিক্ষা দেবে না বলে সে ভাবছে? 
  4. এরপর সে কী করার কথা ভেবেছিল?
  5. এ প্রসঙ্গে তার চরিত্রের কোন্ দিক ফুটে উঠেছে বিশ্লেষণ করো।

২১) “এরকম চিন্তায় রণজয় নিজেই অবাক হয়ে গেল।”

  1. রণজয়ের পরিচয় দাও।
  2. কোন ধরণের চিন্তায় রণজয় অবাক হয়ে গেল?
  3. তার এমন অবাক হওয়ার কারণ কী ছিল?
  4. শেষমেষ সে কী সিদ্ধান্ত নিয়েছিল? 
  5. এই সিদ্ধান্ত থেকে তার চরিত্রের কোন্ দিক ফুটে উঠেছে?
২২)

Comments

Popular posts from this blog

Bengali Question Paper of ICSE Syllabus - 2017

  Bengali Question Paper of ICSE Syllabus - 2017 Section B ( 40 marks) Questions questions from only to of the following textbook are to be answered. Attempt 4 questions from this section. You must answer at least one question from each of the two books, you have study it and any two other questions from the same books that you have chosen.    সংকলিতা - ছোট গল্প Sonkolita - Short Stories. Question 5 : Read the extra given below and answer in Bengali the questions that follow নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো। " তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল "  - গিন্নি - রবীন্দ্রনাথ ঠাকুর। i) লেখকের অন্য একটি গল্পের নাম লেখো। তিনি কিসের কারণে বিশ্বে খ্যাতি লাভ করেছিলেন? ii) ‘তাহার’ বলতে এখানে কার কথা বলা হয়েছে? iii) কে, কিভাবে তার দিনটি মাটি করেছিল? iv) এর পরবর্তী অবস্থাটি বর্ণনা করো। Question 6 : Read the extract given below and answer in Bengali the questions that follow : নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো।  " ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নেই ।"      - ক

ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নেই

"ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নেই" ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নেই i) লেখকের আসল নাম লেখো। ক্যানভাসার কাদের বলে। ii) ভৈরব কে? সে কী কাজ করে? iii) ভৈরব কার সঙ্গে, কী ব্যবহার করেছিল? সেটি 'আশ্চর্যজনক' ছিল কেন? iv) তার আশ্চর্য ব্যবহারের পর কোন ঘটনা ঘটল? Answer : i) লেখকের আসল নাম লেখো। ক্যানভাসার কাদের বলে : উদ্ধৃত অংশটি  প্রখ্যাত গল্প লেখক বনফুলের লেখা ক্যানভাসার গল্প থেকে নেওয়া হয়েছে। লেখক বনফুল-এর আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। 'ক্যানভাসার' বলে তাদের, যারা বাড়ি বাড়ি ঘুরে জিনিসপত্র বিক্রি করে। চলতি বাংলায় তাদের বলা হয় ফেরিওয়ালা। ii) ভৈরব কে? সে কী কাজ করে? 'ক্যানভাসার' গল্পের প্রধান চরিত্র ভৈরব কোন এক পল্লীগ্রামের একজন সাধারণ গৃহস্থ মানুষ। স্ত্রী কাত্যায়নীর সঙ্গে তার নিত্য অন্তর্বিপ্লব ঘটে। ভৈরব একজন বেকার যুবক। স্ত্রী কাত্যায়নীর কথায়, 'যার  হাই তুলতে চোয়ালে খিল ধরে'। iii) ভৈরব কার সঙ্গে, কী ব্যবহার করেছিল? সেটি 'আশ্চর্যজনক' ছিল কেন? ভৈরব তার গ্রামে দাঁতের মাজন সহ নানান শৌখিন জিনিস বেচতে আসা  ক্যানভাসার হীরালালের সঙ্গে দুর্ব্যব

নীল মানুষের কাহিনি - সুনীল গঙ্গোপাধ্যায়

নীল মানুষের কাহিনি সুনীল গঙ্গোপাধ্যায় 'নীল মানুষের কাহিনি' গল্পের প্রশ্ন ও উত্তর এখানে দোতলার বারান্দায় পাপু একা-একাই একটা বল নিয়ে খেলছিল। একবার বলটা রেলিং টপকে পড়ে গলে পেছনের মাঠে। পেছন দিককার মাঠটায় বড়-বড় ঘাস জন্মে গেছে। মাঠের ওপাশে বড় বড় গাছের একটা বাগান। সেখানে আম, জাম, লিচু গাছ ছাড়াও অনেকগুলো বাঁশ গাছ আছে। সেই বাঁশবনে নাকি রাত্তিরবেলা শাঁকচুন্নিরা আসে। তারা মাঝ রাত্তিরে নাকি সুরে শিয়ালের মতন গান গায়। এদিকে পাপুর একা যাওয়া নিষেধ। এখন কেউ দেখছে না বলে পাপু মাঠে নেমে এল বলটা খুঁজতে। কিন্তু বলটাকে দেখতে পেল না। নিশ্চয়ই ঘাসের মধ্যে লুকিয়েছে। বলগুলো মাঝে-মাঝে ইচ্ছে করে লুকিয়ে পড়ে। বলটা খুঁজতে খুঁজতে পাপু চলে এল বাগানের কাছে। তারপরই থমকে দাঁড়িয়ে পড়ল। একটা বড় জামরুল গাছের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের বাড়ির দিকে। পাপু প্রথমে ভেবেছিল নিশ্চয়ই লোকটা চোর। তারপরই মনে হল, চোর নয়, একটা দৈত্য। কিংবা বকরাক্ষস। লোকটা দৈত্যের মতনই লম্বা, মাথায় বড় বড় চুল, গায়ের রং একদম নীল। কোনও মানুষের রং ওরকম হয় না। জানলা-দরজা রং করার মতন কেউ