নীল মানুষের কাহিনি প্রশ্ন ও উত্তর
গল্পটি পড়ো
১) “এদিকে পাপুর একা একা যাওয়া নিষেধ”
- উদ্ধৃত অংশটি কার লেখা কোন্ গল্প থেকে নেওয়া হয়েছে?
- পাপু কে?
- পাপুর কোন দিকে যাওয়া নিষেধ ছিল এবং কেন?
- বাবু সেদিকে গিয়েছিল কেন?
- সেদিকে যাওয়ার পর কি ঘটেছিল সংক্ষেপে লেখো।
২) “পাপু প্রথমে ভেবেছিল ---”
- পাপু কার সম্পর্কে কী ভেবেছিল?
- তার এমন ভাবার কারণ কী?
- তার ভাবনাটা কী সঠিক ছিল?
- শেষমেষ সে কী ভেবেছিল?
- তার এই ভাবনার পরিণতি কী হয়েছিল?
৩) “তাতে পাপু আরো ভয় পেয়ে গেল।”
- পাপু কে?
- পাপু কি কারণে ভয় পেয়ে গেল?
- পাপু যাকে দেখে ভয় পেয়েছিল তার পরিচয় দাও।
৪) “চিত্রা হেসে ফেলল।”
- চিত্রা কে?
- সে কার কথা শুনে হেসে ফেলল?
- সে হেসেছিল কেন?
- এরপর কী ঘটেছিল সংক্ষেপে লেখো।
৫) “সে পর্যন্ত আর যাবার সাহস হলো না কারুর।”
- ‘সে পর্যন্ত’ বলতে কোন্ জায়গার কথা বোঝানো হয়েছে?
- সে জায়গায় কি ঘটেছিল?
- সেখানে কারুর যাওয়ার সাহস হলো না কেন?
৬) “নিশান পুর গ্রামে দারুণ একটা উত্তেজনা পড়ে গেল।”
- নিশানপুর গ্রামের পরিচয় দাও।
- নিশানপুর গ্রামে দারুণ উত্তেজনা পড়ে গেল কেন?
- উত্তেজনাপূর্ণ ঘটনাটির বিবরণ দাও।
৭) “ও যে কথা বলতে পারে!”
- ‘ও’ কে?
- তার কথা বলা নিয়ে মানুষের সন্দেহ হয়েছিল কেন?
- তার পরিচয় দাও।
৮) “ওর নাম রণজয়!”
- রণজয় কে?
- তার সঙ্গে চিত্রার সম্পর্ক কেমন ছিল?
- এই গল্প অবলম্বনে রণজয়ের চরিত্র বিশ্লেষণ করো।
৯) “সেই ছেলেটা হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছে।”
- সেই ছেলেটার পরিচয় দাও।
- সে নিরুদ্দেশ হয়ে গেল কেন?
- নিরুদ্দেশ হওয়ার পরিণতি কী হয়েছিল?
- সেকি নিরুদ্দেশ হয়ে থাকতে চেয়েছিল?
১০) “আমি সবচেয়ে আগে দেখেছি।”
- ‘আমি’ কে?
- সে কাকে দেখেছে?
- যাকে দেখেছে তার সম্পর্কে তার কি ধারণা হয়েছিল?
- তার ধারণাকে সঠিক ছিল?
১১) “নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব!”
- কার লেখা কোন গল্পে নিশানপুর গ্রামের উল্লেখ আছে?
- সেখানে কিভাবে দৈত্যের আবির্ভাব হয়েছিল?
- এই দৈত্য সম্পর্কে গ্রামবাসীদের মনোভাব কি ছিল?
- দৈত্যটির আসল পরিচয় কি?
১২) “দৈত্যটির নাম কিন্তু সত্যিই রণজয়।”
- রণজয় কে?
- সে কীভাবে দৈত্য হিসাবে পরিচিতি পায়?
- এই পরিচিতি কীভাবে তার জীবনে বিপর্যয় ডেক এনেছিল?
- দৈত্যাকার রণজয়ের চেহারার বিবরণ দাও।
- নীল মানুষের গল্প অবলম্বনে রণজয়ের চরিত্র বিশ্লেষণ করো।
১৩) “কিছু দিন আগেও সে মানুষ ছিল।”
- সে কে?
- পরে সে কী হয়েছিল?
- কীভাবে তার এই পরিণতি হয়েছিল?
- এই পরিচয় থেকে বের হওয়ার জন্য সে কী কী করেছিল?
- তার শেষ পরিনতি কি হয়েছিল ‘নীল মানুষের কাহিনি’ অবলম্বনে লেখো।
১৪) “ওরা জলকে ভয় পায়।”
- ‘ওরা’ কারা?
- ওদের সঙ্গে কার কীভাবে পরিচয় হয়?
- এই পরিচয় এর পরিণতি কী হয়েছিল?
- ওদের সঙ্গে এই পরিচয় তার জীবনের উপর কী প্রভাব ফেলেছিল?
১৫) “রণজয় টুপ করে নেমে গেল জলের মধ্যে।”
- রণজয় কে?
- সে টুপ করে জলে নেমে গেল কেন?
- জল থেকে সে কোন দৃশ্য দেখেছিল?
- এই দৃশ্য দেখে রণজয়ের কি প্রতিক্রিয়া হয়েছিল কাহিনী অবলম্বনে লেখো।
১৬) “আমাদের সঙ্গে এস!"
- কারা কাকে উদ্দেশ্য করে এই আহ্বান করেছিল?
- যাকে উদ্দেশ্য করে এই কথা, তার প্রতিক্রিয়া কী ছিল?
- তার প্রতিক্রিয়া এমন হয়েছিল কেন?
- তাদের শায়েস্তা করার কি উপায় সে ভেবেছিল?
১৭) “ওদের কাছে নানা রকম অদ্ভুত যন্ত্রপাতি আছে।”
- ‘ওরা’ কারা?
- ‘ওরা’ কোথা থেকে কীভাবে এসেছিল?
- ‘ওরা’ কার কাছে কী উদ্দেশ্য নিয়ে এসেছিল?
- ওদের হাতে থাকা একটি অদ্ভুত যন্ত্রপাতির নাম লেখো।
১৮) “ওরা যেন কুকুরের মতন গন্ধ শুঁকতে পারে।”
- ওরা কারা?
- ‘নীল মানুষের কাহিনি’ অবলম্বনে ওদের পরিচয় দাও।
- তারা কুকুরের মতন গন্ধ শুঁকতে শুঁকতে কোথায় এসে পৌঁছেছিল?
- তাদের এখানে আসার উদ্দেশ্য কি ছিল?
- কে কীভাবে তাদের এই উদ্দেশ্য বানচাল করে দিয়েছিল?
১৯) “এখানে তুমি বাঁচতে পারবে না।”
- কে কাকে উদ্দেশ্য করে এই সাবধান বাণী শুনিয়েছিল?
- তারা কেন এমন পরামর্শ দিয়েছিল?
- তাদের এই পরামর্শ কতটা সত্য ছিল ‘নীল মানুষের কাহিনি’ অবলম্বনে লেখো।
- যাকে উদ্দেশ্য করে এই সাবধান বাণী শোনানো হয়েছিল তার শেষ পরিণতি কী হয়েছিল?
২০) “কিন্তু তাকে তো কেউ ভিক্ষে দেবে না।”
- তাকে বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে?
- সে কেন ভিক্ষা করতে চাইছে?
- কেনই বা তাকে কেউ ভিক্ষা দেবে না বলে সে ভাবছে?
- এরপর সে কী করার কথা ভেবেছিল?
- এ প্রসঙ্গে তার চরিত্রের কোন্ দিক ফুটে উঠেছে বিশ্লেষণ করো।
২১) “এরকম চিন্তায় রণজয় নিজেই অবাক হয়ে গেল।”
- রণজয়ের পরিচয় দাও।
- কোন ধরণের চিন্তায় রণজয় অবাক হয়ে গেল?
- তার এমন অবাক হওয়ার কারণ কী ছিল?
- শেষমেষ সে কী সিদ্ধান্ত নিয়েছিল?
- এই সিদ্ধান্ত থেকে তার চরিত্রের কোন্ দিক ফুটে উঠেছে?
২২)
Comments
Post a Comment