"ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নেই" ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নেই i) লেখকের আসল নাম লেখো। ক্যানভাসার কাদের বলে। ii) ভৈরব কে? সে কী কাজ করে? iii) ভৈরব কার সঙ্গে, কী ব্যবহার করেছিল? সেটি 'আশ্চর্যজনক' ছিল কেন? iv) তার আশ্চর্য ব্যবহারের পর কোন ঘটনা ঘটল? Answer : i) লেখকের আসল নাম লেখো। ক্যানভাসার কাদের বলে : উদ্ধৃত অংশটি প্রখ্যাত গল্প লেখক বনফুলের লেখা ক্যানভাসার গল্প থেকে নেওয়া হয়েছে। লেখক বনফুল-এর আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। 'ক্যানভাসার' বলে তাদের, যারা বাড়ি বাড়ি ঘুরে জিনিসপত্র বিক্রি করে। চলতি বাংলায় তাদের বলা হয় ফেরিওয়ালা। ii) ভৈরব কে? সে কী কাজ করে? 'ক্যানভাসার' গল্পের প্রধান চরিত্র ভৈরব কোন এক পল্লীগ্রামের একজন সাধারণ গৃহস্থ মানুষ। স্ত্রী কাত্যায়নীর সঙ্গে তার নিত্য অন্তর্বিপ্লব ঘটে। ভৈরব একজন বেকার যুবক। স্ত্রী কাত্যায়নীর কথায়, 'যার হাই তুলতে চোয়ালে খিল ধরে'। iii) ভৈরব কার সঙ্গে, কী ব্যবহার করেছিল? সেটি 'আশ্চর্যজনক' ছিল কেন? ভৈরব তার গ্রামে দাঁতের মাজন সহ নানান শৌখিন জিনিস বেচতে আসা ক্যানভাসার হীরালালের সঙ্গে দুর্ব্যব...
"তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল" তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল (i) লেখকের অন্য একটি গল্পের নাম লেখো। তিনি কীসের কারণে বিশ্বে খ্যাতিলাভ করেছিলেন। [2] (ii) 'তাহার' বলতে এখানে কার কথা বলা হয়েছে। [2] (iii) কে, কীভাবে তার দিনটি মাটি করেছিল। [3] (iv) এর পরবর্তী অবস্থাটি বর্ণনা করো। [3] (i) অন্য একটি গল্পের নাম : উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরেরগিন্নি ছোটগল্প থেকে নেওয়া হয়েছে। লেখকের অন্যান্য অনেক গল্পের মধ্যে একটি গল্পের নাম হল 'নষ্টনীড়'। তিনি 'গীতাঞ্চলী' কাব্যগ্রন্থ রচনা করে ১৯১৩ খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পান এবং বিশ্বে খ্যাতিলাভ করেন। (ii) 'তাহার' বলতে এখানে কার কথা বলা হয়েছে? 'তাহার' বলতে এখানে 'গিন্নি' গল্পে বর্ণিত একটি বিদ্যালয়ের আশু নামের একটি অতি শান্ত ছাত্রের কথা বলা হয়েছে। সে স্বভাবে লাজুক, মেধাবী এবং সকলের কাছে তার ভালোমানুষ হিসাবে পরিচিত ছিল। (iii) কে, কীভাবে তার দিনটি মাটি করেছিল? আশুর দিনটি মাটি করেছিল তারই ছোটো বোন। তার বোনের অন্য কোনো সমবয়স্ক সঙ্গী না-থাকায় আশুই ছিল তার খেলার একমাত্র সাথী। আলোচ্চ্য ছ...